মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শালবনী ব্লকের বাকি বান্দ অঞ্চলে রাত্রি প্রায় সাড়ে আটটা নাগাদ চা চক্র করেন জেলা বিজেপি নেতৃত্বরা। জানা গিয়েছে এদিন এই চা চক্রে উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি ডাক্তার শংকর কুমার গুছাইত, বিজেপি ডক্টর অনুপম নায়েক সহ অন্যান্যরা। বাকি বাঁধ অঞ্চলের কার্যকর্তাদের সাথে আলাপচারিত করার উদ্দেশ্যেই এই চা চক্র সকল কার্যকর্তাদের সঙ্গে নিয়ে।