নারায়ণগড়: নারায়নগড়ে বিশ্বকর্মা পুজোর উদ্বোধন করলেন বিধায়ক সূর্যকান্ত অট্ট
পশ্চিম মেদিনীপুরের নারায়নগড়ে মারুতি স্ট্যান্ড ও টোটো ইউনিয়নের উদ্যোগে সর্বজনীন বিশ্ব কর্মা পুজোর আয়োজন করা হয়েছে। বুধবার উক্ত বিশ্বকর্মা পূজার উদ্বোধন করলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট। এদিন ফিতে কেটে পুজোর উদ্বোধন করেন বিধায়ক।