ময়ূরেশ্বর ২: ৮৫ তম আজাদ হিন্দ বাহিনী প্রতিষ্ঠা দিবসে কোটাসুরে জমায়েত ফরওয়ার্ড ব্লকের কর্মীরা
আজ দুপুরে বীরভূমের ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত কোটাসুর বাজারে ফরওয়ার্ড ব্লকের কর্মী সমর্থকরা আজাদ হিন্দ বাহিনীর ৮৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জমায়েত হয়েছেন। মূলত নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ বাহিনীর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই জমায়েত বলে জানা যায়। আজ দুপুরে ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের অন্তর্গত কোটাসুর বাজারে আজাদ হিন্দ বাহিনীর ৮৫ তম দিবস উপলক্ষে জমায়েত হলেন ফরওয়ার্ড ব্লকের কর্মী সমর্থকরা আর সেই চিত্র উঠে এলো আমাদের নিউজের ক্যামেরায়।