পাড়া: আনাড়া বিজেপির দলীয় কার্যালয়ে আনাড়া অঞ্চলের ২ নং শক্তি কেন্দ্রের নেতৃত্ব দের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো
Para, Purulia | Nov 30, 2025 রবিবার বিকেল পাঁচটা নাগাদ পাড়া ব্লকের আনাড়া বিজেপির দলীয় কার্যালয়ে আনাড়া অঞ্চলের ২ নং শক্তি কেন্দ্রের নেতৃত্ব দের নিয়ে বিশেষ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো। আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি সহ বুথ স্তর গুলি কে মজবুত করতে বিশেষ আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি শিব শম্ভু বাউরী, শক্তি কেন্দ্রের ইনচার্জ বিদ্যাসাগর চক্রবর্তী, জেলা কমিটির সদস্য টোটন