কেতুগ্রাম ১: লোক সংগীতের মাধ্যমে কেতুগ্রামে কালাজ্বর নিয়ে মানুষকে সতর্ক করা হল
লোক সংগীতের মাধ্যমে বৃহস্পতিবার কালাজ্বর নিয়ে মানুষকে সতর্ক করা হল। কেতুগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে ট্যাবলো নিয়ে প্রচারের মাধ্যমে এদিন মানুষকে সচেতন করা হয়। এদিন আনুমানিক বিকাল ৪টা নাগাদ এই সঙ্গীতানুষ্ঠান দেখতে হাজির হন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, কালাজ্বরের বিভিন্ন উপসর্গ নিয়ে যেমন মানুষকে অবগত করা হয় পাশাপাশি কালাজ্বরে আক্রান্ত হলে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে হবে চিকিৎসা।