মেদিনীপুর: বৃষ্টিবহুল আবহাওয়ার মধ্যেও মেদিনীপুর সদরের বেলিয়া এলাকাতে শুক্রবার সন্ধ্যায় আতশবাজির প্রদর্শনীতে রাবণ বধ
বৃষ্টিবহুল আবহাওয়ার মধ্যে দিয়েও মেদিনীপুর সদর ব্লকের জঙ্গলমহল এলাকার বেলিয়াতে সুদৃশ্য আতশবাজি প্রদর্শনীর মধ্য দিয়ে রাবণ বধ অনুষ্ঠানের আয়োজন করা হলো। প্রতিকূল আবহাওয়া মাথায় রেখেও কয়েক হাজার মানুষ বেলিয়া মাঠে সামিল হয়েছিলেন এই দৃশ্য দেখার জন্য। তৎপরতা ছিল পুলিশ প্রশাসনের।