তেলিয়ামুড়া: জাতীয় ঐক্য দিবস উপলক্ষেTSR 12BN জাওয়ানরা রান ফর ইউনিটি কর্মসূচির অঙ্গ হিসাবে চাকমাঘাট থেকে দৌড়ে যায় মুঃকামিতে
শুক্রবার সকাল সাত ঘটিকায় জাতীয় ঐক্য দিবস উপলক্ষে টিএসআর দ্বাদশ বাহিনী জাওয়ানরা রান ফর ইউনিটি কর্মসূচির অঙ্গ হিসাবে চাকমাঘাট থেকে দৌড়ে মুঙ্গিয়াকামিতে যায়। উপস্থিত ছিলেন বাহিনীর কমান্ডেন্ড অশোক সিনহাসহ অন্যান্য অফিসার ও জাওয়ানরা।