জাতীয় সড়ক-১১৬ সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ না পেয়ে ক্ষোভ প্রকাশ করলেন মঙ্গলকোট ও ঝিলু মৌজার কৃষকরা। তারা দলবদ্ধভাবে শুক্রবার আনুমানিক দুপুর ৩টা নাগাদ মঙ্গলকোট ব্লক অফিসে এনিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন। কৃষকদের আরও অভিযোগ, নোটিফিকেশনে নির্ধারিত জমির পরিমাণের তুলনায় বাস্তবে বেশি জমি কেটে নেওয়া হচ্ছে। এতে চাষাবাদে তাদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।