ঝালদা ১: কালীপুজো উপলক্ষে বাঘমুন্ডি থানা ও তুলিন ফাঁড়িতে পরিদর্শন করেন বিধায়ক সুশান্ত মাহাতো
কালীপুজো উপলক্ষে বাঘমুন্ডি থানা ও তুলিন ফাঁড়ি তে পরিদর্শন করেন বিধায়ক সুশান্ত মাহাতো। কালী পূজা উপলক্ষে সকলে আনন্দ মেতে উঠেছেন। রংবেরঙের আলোতে আলোকসজ্জা রয়েছে চারিদিকে। সেইমতো তুলিন ফাঁড়ি ও বাগমুন্ডি থানাতেও চারিদিকে ঝলমলে রয়েছে। বিভিন্ন ধরনের সচেতনতামূলক বার্তা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণের প্রক্রিয়া চলছে। সেই মতো মঙ্গলবার বিকেল চারটা নাগাদ জানা গিয়েছে এদিন এই দুই স্থান পরিদর্শন করেন বাগমুন্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতো। মায়ের কাছে আ