মাথাভাঙা ২: বটতলা সংলগ্ন এলাকায় একটি ছোট চারচাকার গাড়ির ধাক্কায় আহত হল এক বাইক আরোহী
মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের বটতলা সংলগ্ন এলাকায় মঙ্গলবার রাত আটটা নাগাদ একটি ছোট চারচাকার গাড়ির ধাক্কায় আহত হল এক বাইক আরোহী ।স্থানীয় সূত্রে জানাগেছে বিপ্লব বর্মন নামের এক বাইক আরোহীকে একটি ছোট চারচাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে।আহত বিপ্লব বর্মন কে স্থানীয়রা উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যায়।গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে।