কালনা ২: নান্দাই গাবতলায় টোটো ও বাইকের ধাক্কায় আহত টোটো চালক, চিকিৎসাধীন কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে
কালনা ১ ব্লকের নান্দাই গ্রাম পঞ্চায়েতের নান্দাই গাবতলায় টোটো ও বাইকের সংঘর্ষে আহত হয়েছেন টোটো চালক। এই ঘটনায় রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আহত টোটো চালক কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। এদিন আহত ব্যক্তি জানান, বাইকটি দ্রুত গতিতে এসে তাঁকে ধাক্কা মারতেই তিনি জ্ঞান হারান।