এর আগে একাধিক বার ডেথ সার্টিফিকেট লিখেছেন বিশিষ্ট সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের শীষ্য ডাক্তার সুকুমার চন্দ্র। কিন্তু সেই সার্টিফিকেট লিখতে কখনো কাঁপেনি তার হাত। এই প্রথম নিজের স্ত্রীর মৃত্যুর সমস্যা পত্র লিখতে গিয়ে কেঁপে উঠল ডাঃ সুকুমার চন্দ্রের হাত ওরফে বিশু ডাঃ। কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে লোভনীয় সরকারি চাকরি ছেড়ে সেবার ব্রত নিয়ে গ্রামবাসীর চিকিৎসায় আত্মনিয়োগ করেছিলেন তিনি।নানান ঘাত প্রতিঘাত সত্বেও সেই ব্রত পালন করছে।