বেলডাঙা ১: বেলডাঙ্গার এই গ্রামের রাস্তা পারাপারের সময় জুতো হাতে করে নিয়ে যায় গ্রামবাসীরা,
দেখুন বিস্তারিত
বেলডাঙা থানার অন্তর্গত বেনাদহ সাহরাপাড়া এলাকায় দীর্ঘদিন ধরেই বেহাল রাস্তার অবস্থা, তার পাশাপাশি বর্তমানে নিকাশী নালার বেহাল অবস্থার কারণে নর্দমার জল এখন রাস্তায় উঠেছে, যার ফলে রাস্তা ও নর্দমায় এক হয়ে গেছে প্রত্যেকদিনই ঘটছে একের পর এক দুর্ঘটনা তবুও নির্বিকার পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত স্তরের প্রত্যেক নেতৃত্ব, আজ আমাদের সংবাদ প্রতিনিধির মুখোমুখি হয়ে এলাকার এক স্থানীয় বাসিন্দা তাদের খুব উগরে দিলেন