নবদ্বীপ: চর-কুর্মিপাড়া এলাকায় কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর,হাসপাতালে নিয়ে এলে মৃত বলে ঘোষণা চিকিৎসকের
Nabadwip, Nadia | Oct 25, 2025 মৃত গৃহবধূর নাম জয়ন্তী মাহাতো(৩৭),বাড়ি নদীয়ার নাকাশিপাড়া থানার চর-কুর্মী পাড়া এলাকায়,পরিবার সূত্রে জানতে পারা যায়,ওই গৃহবধূ দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছিলেন,পাশাপাশি তার চিকিৎসাও চলছিল বলে জানান স্বামী সুনীল মাহাতো,স্থানীয় ও পরিবার সূত্রে জানতে পারা যায়,এদিন বিকেলে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন জয়ন্তী মাহাতো,প্রতিবেশীরাই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নবদ্বীপ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।