বালুরঘাট: নাগরাকাটায় বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে গিয়ে আক্রান্ত খগেন মুর্মু, বালুরঘাটে সরব হলেন সুকান্ত মজুমদার
নাগরাকাটায় বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে গিয়ে গুরুতর জখম হয়েছেন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু৷ তিনি রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া আহত হয়েছেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতারা। এই নিয়েই সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সোমবার দুপুর দুটায় বালুরঘাটে সাংসদ কার্যালয়ে এনিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সুকান্ত মজুমদার।