খোয়াই: খোয়াই জেলায় শিশু সুরক্ষা কর্মীরা বিগত ছয় মাসে মধ্যে ২৫ টা বাল্যবিবাহ রোধ করতে সক্ষম হয়েছে
Khowai, Khowai | Oct 30, 2025 খোয়াই জেলা শিশু সুরক্ষায় ইউনিটের কর্মীরা জেলায় চলতি বছরের এপ্রিল মাস হইতে সেপ্টেম্বর মাস পর্যন্ত ২৫টি বাল্যবিবাহ রোধ করেছে খোয়াই জেলার মধ্যে। এই তথ্য দিয়ে জানালেন খোয়াই জেলা প্রটেকশন অফিসার।