কোচবিহার ১: কোচবিহার জেলা পুলিশের উইনারস টিমের মেয়েদের বোন ফোটা দিল কোচবিহারের এক স্বেচ্ছাসেবী সংস্থা
আজ ভাতৃদ্বিতীয়া, যেখানে গোটা রাজ্য জুড়ে ভাইদের মঙ্গল কামনায় ভাইকে বোনেরা ভাইফোঁটা দিচ্ছে ঠিক একই জায়গায় দাঁড়িয়ে বোনদের রক্ষার্থে বোন ফোটার আয়োজন করল কোচবিহারের এক স্বেচ্ছাসেবী সংস্থা। এদিন সংগঠনের পক্ষ থেকে সন্ধ্যায় সাগরদিঘি পারে জেলা পুলিশের উইনারস টিমের মেয়েদের ফোটা দিয়ে বোন ফোটা পালন করা হয়। এ প্রসঙ্গে এই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কি জানানো হয়েছে শুনে নেব