শান্তিপুর: শান্তিপুরের অন্যতম ঐতিহ্যবাহী পঞ্চানন তলা Y.M.S.A ক্লাবের আজ রাসের খুঁটি পুজো হলো
Santipur, Nadia | Oct 20, 2025 শান্তিপুরের অন্যতম ঐতিহ্যবাহী পঞ্চানন তলা Y.M.S.A ক্লাবের আজ রাসের খুঁটি পুজো হলো, আনুষ্ঠানিকভাবে তাঁরা রাস পুজোর সূচনা করলো খুঁটি পূজার মধ্য দিয়ে। খুঁটি পূজার পর থেকেই শুরু হলো পূজার মূল প্রস্তুতি। কিন্তু এই মন্দিরে প্রতিষ্ঠিত হয় নারায়ণ পূজো, এ বছর ক্লাবের থিম “দুর্গার পরিবার”, যেখানে মন্দির শয্যায় ফুটে উঠবে এক টুকরো রাজস্থান। সম্পূর্ণ মণ্ডপটি সাজানো হবে রাজস্থানের বিখ্যাত পাথর দিয়ে, যা দর্শকদের চোখে এনে দেবে রাজস্থানের ঐতিহ্যের ছোঁয়া।জানা গেছে, মন্