একটি অজানা গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর । মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার রাতে ১৯ নম্বর জাতীয় সড়কের তেলিপুকুর সংলগ্ন দামোদর কোলস্টোরের সামনে। মৃত ব্যক্তির নাম রঞ্জিত সিকদার বয়স 40 বছর,বাড়ি বর্ধমানের শহরের মীরছোবা এলাকার নুতন কলোনীতে। পুলিশ সূত্রে জানা যায় গতকাল রাত্রি সাড়ে আটটার সময় তিনি ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে সাইকেলে করে কাজ থেকে বাড়ি ফেরার সময় অজানা একটি গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়,এই দুর্ঘটনায় তিনি গুরুতর জখম হন