চাকদা: সোনার দাম আকাশ ছোঁয়া, সোনার বদলে ধানতেরাসের দিনে ঝাঁটার ব্যাপক বিক্রি চাকদা বাজারে
Chakdah, Nadia | Oct 18, 2025 সোনার দাম আকাশ ছোঁয়া, তাই ধানতেরাসের দিনে ঝাঁটার ব্যাপক বিক্রি চাকদা বাজারে। আর শনিবার চাকদা শহরে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন দোকানে সেই চাঁদা বিক্রির ছবিই ধরা পড়লো আমাদের ক্যামেরায়। প্রসঙ্গত ধনতেরাসের দিনে মানুষ সৌভাগ্য লাভের আশায় সোনা, রুপার মতন ধাতু কিনতেই পছন্দ করে। কিন্তু বর্তমানে সোনার দাম আকাশ ছোঁয়া হওয়ায় মানুষ বাড়ী থেকে অশুভ শক্তিকে তাড়িয়ে সৌভাগ্য লাভের আশায় ঝাটা কিনতে ভিড় জমাচ্ছেন।