টানা পাঁচ দিন ধরে নিখোঁজ মুর্শিদাবাদ জেলার সুতি থানার বাজিতপুর এলাকার এক কিশোর। আচমকা নিখোঁজ হয়ে যাওয়ায় গভীর উদ্বেগে দিন কাটছে পরিবারের সদস্যদের। কান্নায় ভেঙে পড়েছেন তাঁরা। নিখোঁজ কিশোরের নাম শফিকুল সেখ (১৫)। বুধবার দুপুরে পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই আর কোনো খোঁজ মিলছে না শফিকুলের। আত্মীয়স্বজনের বাড়ি সহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও কোনো সন্ধান মেলেনি বলে জানিয়েছেন পরিবার।