নানুর: বিজেপি মানুষ কে ভুল বোঝাচ্ছে S.I.R নিয়ে আতঙ্কিত হবে না! নানুরে বললেন কাজল সেখ
এস.আই.আর কে সামনে রেখে সোমবার বিকেলে নানুরে বড়া-সাওত্তা অঞ্চলের সন্তোষপুর গ্ৰামের একটি সভাকক্ষে নানুর বিধানসভা'র সমস্ত অঞ্চল সভাপতি, অঞ্চল কমিটি, প্রধান, উপপ্রধান এবং বি.এল.এ ২ সদস্যদের নিয়ে আয়োজিত হয়েছিল বিশেষ বৈঠক ও এস.আই.আর সম্পর্কিত বাংলার ভোট রক্ষা শিবির।উপস্থিত ছিলেন- বিধায়ক বিধানচন্দ্র মাঝি, জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখ, পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণ গোপাল মাঝি সহ অন্যান্যরা।বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাজল সেখ বলেন, এস.আই.আর ফর্ম।