আরামবাগ: হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের মানুষের সম্মিলিত চেষ্টায় নওপাড়া পরিবর্তন সংঘের শ্যামাপুজোর ১৫ই পা;থিম"বিনুনি"
হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষের সম্মিলিত চেষ্টায় আরামবাগের নওপাড়া পরিবর্তন সংঘর শ্যামাপুজো এবার 15বছরে পা দিলো।এবার তাঁদের পুজোর থিম বুনন বা বিনুনি।থিমকে সাজিয়ে তুলতে পরিবেশ বান্ধব জিনিস ব্যবহার করেছেন তারা।গামছা,কাপড়ের উপর সুতোর কাজ করে বিভিন্ন ডিজাইন ও চিত্র ফুটিয়ে তুলেছেন।হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ এই পুজোয় সমান সহযোগিতা করেন।চাঁদা দেওয়া থেকে শুরু করে প্যান্ডেল তৈরী ও পুজোয় অংশ নেন।এবছর বস্ত্রদান ও সংস্কৃতিক অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে।