চাঁচল ২: মালতীপুরে জালসা উপলক্ষে উৎসবমুখর পরাণপুর, মঞ্চে তৃণমূল বিধায়ক
মালদহের মালতীপুর বিধানসভার পরাণপুর ধর্মীয় জালসার মঞ্চে উঠলেন এলাকার তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বকসি। সেখানে তিনি এলাকার মানুষদের সামাজিক বার্তা দেন। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা নাগাদ জালসায় উপস্থিত হন তিনি। এদিন জালসা উপলক্ষে গোটা এলাকা উৎসব মুখরিত হয়ে উঠে। মূলত প্রতিবছর সেখানে ধর্মীয় জালসা হয়। এবছর একই ভাবে সাড়ম্বরে জালসার আয়োজন করা হয়।