রায়গঞ্জ: রায়গঞ্জের রবীন্দ্রপল্লীতে প্রাচীন চন্ডী মন্দিরের কালিপুজা শুরু হলো নিয়ম মেনে
রায়গঞ্জের রবীন্দ্রপল্লীতে প্রাচীন চন্ডী মন্দিরের কালিপুজা শুরু হলো নিয়ম মেনে৷ সোমবার সন্ধ্যায় এই কালীপুজা শুরু হয়৷ নিয়ম মেনে রাত্রি আনুমানিক সাড়ে দশটা নাগাদ এই পুজা শেষ হবে বলে পুজা কমিটির তরফে জানানো হয়েছে। রবীন্দ্রপল্লীর এই পুজা কত বছরের প্রাচীন সে বিষয়ে কোনও পরিষ্কার ধারনা নেই। তবে শতাব্দী প্রাচীন কাল থেকে প্রাচীন এই মন্দিরে কালী পুজা চলে আসছে।