শান্তিপুর: মন্দির থেকে ভক্তদের কাঁধে করে নিরঞ্জনের পথে শান্তিপুরের ঐতিহ্যবাহী জাগ্রত মহিষখাগী কালীমাতা
Santipur, Nadia | Oct 21, 2025 মন্দির থেকে ভক্তদের কাঁধে করে নিরঞ্জনের পথে শান্তিপুরের ঐতিহ্যবাহী জাগ্রত মহিষখাগী কালীমাতা, গতকাল ছিল সারা রাজ্যজুড়ে কালীমাতার পুজো আর আজ নিরঞ্জনের পালা আর আজ বিকেল ৪ টে নাগাদ শান্তিপুরের ঐতিহ্যবাহী জাগ্রত মহিষখাগী কালিমাতাকে মন্দির থেকে বের করে ভক্তরা কাঁধে করে প্রায় দৌড়াতে দৌড়াতে নিরঞ্জনের পথে নিয়ে যায় আর ভক্তদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায় আর আজ এমনই চিত্র ফুটে উঠলো আমাদের ক্যামেরায়।