লাভপুর: লাভপুরে জাল লটারি সহ ধৃত ১!
আদালতে তোলা হলে ধৃত কে বিচারক ১৪দিনের জেল হাজতের নির্দেশ দেয়
Labpur, Birbhum | Oct 10, 2025 বীরভূমের লাভপুর থানা এলাকায় জাল লটারি টিকিট বিক্রির অভিযোগ পুলিশের বিশেষ অভিযানে ধৃত ১ উদ্ধার ১৩হাজার টাকার জাল লটারিও, তদন্তে পুলিশ। উল্লেখ্য, জাল লটারি টিকিট বিক্রি হওয়ার খবর পেয়েই লাভপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালাতে শুরু করে পুলিশ। সেই মতো বৃস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ লাভপুরের চৌহাট্টা রেল স্টেশন সংলগ্ন স্থান থেকে এক ব্যক্তিকে জাল লটারি টিকিট বিক্রি করার অভিযোগে হাতেনাতে ওই বিক্রেতা কে আটক করে পুলিশ। পরে ওই ব্যাক্তির কাছ থেকে পুলিশ।