হরিণঘাটা: বুধবার মহানবমীতে সারাদিনব্যাপী হরিণঘাটা, কল্যাণী ও চাকদার বিভিন্ন পূজা মণ্ডপ গুলি পরিদর্শনে দেবাশীষ গাঙ্গুলী
বুধবার মহানবমীতে সারাদিনব্যাপী হরিণঘাটা, কল্যাণী ও চাকদার বিভিন্ন পূজা মণ্ডপ গুলি পরিদর্শনে নদীয়া দক্ষিণ জেলা তৃণমূল সভাপতি দেবাশীষ গাঙ্গুলী, বুধবার ছিল মহানবমী আর দুর্গোৎসবের শেষ লগ্নে এসে বুধবার সারাদিনব্যাপী ও সন্ধ্যাতেও নদীয়ার হরিণঘাটা কল্যাণী ও চাকদার বিভিন্ন পূজা মণ্ডপগুলি পরিদর্শন করেন নদীয়া দক্ষিণ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দেবাশীষ গাঙ্গুলী এছাড়াও ছিলেন আঞ্চলিক দলীয় নেতৃত্বরা, জানা যায় হরিণঘাটা শ্রীমতি সংঘ, কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব,