ময়ূরেশ্বর ২: ময়ূরেশ্বরে তৃণমূল ছেড়ে ISF যোগ
আজ বীরভূমের ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত প্রজাপাড়া ও বাসুদেবপুর গ্রামের বেশ কিছু তৃণমূল সমর্থক তৃণমূল ছেড়ে ISF এ যোগদান করলো বলে জানা যায়। আজ বৈকালে তাদের হাতে ISF এর দলীয় পতাকা তুলে দিল স্থানীয় ISF নেতা জসিম শেখ। ময়ূরেশ্বরে তৃণমূলের ভাঙ্গন, আজ বৈকালে ময়ূরেশ্বরের প্রজাপাড়া ও বাসুদেবপুর গ্রামের বেশ কিছু তৃণমূল সমর্থক তৃণমূল ছেড়ে যোগদান করল ISF-এ। আজ তাদের হাতে দলীয় পতাকা তুলে দিল স্থানীয় ISF নেতা জসিম শেখ।