WBSRDA প্রকল্পের আওতায় রবিবার বিকেলে রায়গঞ্জ বিধানসভার কমলাবাড়ী ১ নং গ্রাম পঞ্চায়েতের মেহেন্দিগ্রাম থেকে বটতলা পর্যন্ত নতুন রাস্তার উদ্বোধন করেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। উদ্বোধন অনুষ্ঠানে বিধায়ক জানান, তিনি বিধায়ক হওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে উন্নয়নের কাজ ও মানুষের সেবায় কাজ করে চলেছেন। পাশাপাশি এসআইআর প্রসঙ্গে তিনি আশ্বাস দেন, এই সরকার থাকাকালীন কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না।