বিনপুর ২: বেলপাহাড়ী তথা সমগ্র জঙ্গলমহল জুড়ে শুরু হল বাঁদনা পরব উপলক্ষ্যে গরু জাগানো পরব
বেলপাহাড়ী তথা ঝাড়গ্রাম সহ সমগ্র জঙ্গলমহল জুড়ে শুরু হল বাঁদনা পরব। মঙ্গলবার রাতে আদিবাসী মূলনিবাসী মানুষ ধমসা মাদল বাজিয়ে গরু জাগানোর জন্য বের হয়। শুরু হয় বাঁদনা পরব। এদিন সন্ধ্যা নাগাদ মহিলারা কাঁচিজিউড়ির মধ্যদিয়ে গুড়ি,মধু সহকারে আলপনা দিয়ে গরু জাগানোর জন্য ধাঁঙ্গড়িয়ার দলকে আমন্ত্রণ জানান। ধাঙ্গড়িয়ার দল ধমসা মাদল বাজিয়ে সারারাত ধরে ঘর ঘর গিয়ে গৃহস্থের মঙ্গল কামনায় অহিরা গান করেন। গৃহকর্তা ধাঁঙ্গড়িয়ার দলকে সম্মান পূর্বক আপ্যায়ন করেন।