ক্যানিং ১: ক্যানিং রায়বাঘিনী মোড়ের কাছে পথ দুর্ঘটনায় জখম তিন বাইক আরোহী
বুধবার সন্ধ্যায় ক্যানিংয়ের রায়বাঘিনী মোড়ের কাছে টোটোর ধাক্কায় চলন্ত বাইক থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন তিন বাইক আরোহী। আহতদেরকে স্থানীয়রাই উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। বাইকের পিছনে টোটো ধাক্কা মারলে জখম হয় তিন বাইক আরোহী।