ফরিদপুর দুর্গাপুর: মহা সপ্তমীতে দুর্গাপুরে বামুনাড়া তপোবন সিটির বিবেকানন্দ হাউসিং ওনার অ্যাসোসিয়েশনের বাসিন্দারা নবপত্রিকা স্নান
মহা সপ্তমীর সকাল আটটায় পুজোর অন্যতম আচার নব পত্রিকা স্নান. এদিন সকাল থেকেই দুর্গাপুরের বামুনাড়ার তপোবন সিটির বিবেকানন্দ হাউসিং ওনার্স এ্যাসোশিয়েশনের বাসিন্দারা নবপত্রিকা স্নানের উদ্দেশ্যে শোভাযাত্রা বের করেন. ঢাকের তালে পাল্কিতে করে কলা বৌ স্নানের উদ্দেশ্যে রওনা হন পাশেই শহরের ঐতিহ্যবাহী রাড়েশ্বর শিব মন্দিরের ঘাটে. সব মহিলারা বেগুনী রঙের শাড়ী পরে নবপত্রিকা স্নান করাতে রওনা হন