বারাবনী: শুরু হলো মায়ের নিরঞ্জন প্রক্রিয়া আসানসোলের কুলটিতে
শুরু হলো মায়ের নিরঞ্জন প্রক্রিয়া আসানসোলের কুলটিতে গতকাল সারা দেশের সাথে সাথে রাজ্য জুড়ে পালিত হয়েছে মা কালীর পুজো মণ্ডপে মণ্ডপে বা পুজো প্যান্ডেলে সড়ম্ভের সহিত কালকের দিনটি পালন করা হয়েছিল তবে অধিকাংশ মন্দিরের মা কালীর প্রতিমা আজকের দিনে অর্থাৎ কালী পুজোর পরের দিনে নিরঞ্জন বা বিসর্জন করা হয়। সে দৃশ্য দেখা মিললো আজ সন্ধ্যা ৭ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটিতে শুরু হলো মায়ের নিরঞ্জন প্রক্রিয়া