রাইপুর: ১০০ দিন প্রকল্পের কাজ চালু সহ পাঁচ দফা দাবিতে রাইপুরের বিডিওকে ডেপুটেশন দিল সিপিএমের রাইপুর এরিয়া কমিটি
Raipur, Bankura | Aug 20, 2025 সিপিএমের রাইপুর এরিয়া কমিটির উদ্যোগে বিডিওকে ডেপুটেশন দেওয়া হল। বুধবার রাইপুর বাজারে মিছিল করে, ১০০ দিন প্রকল্পের কাজ চালু সহ এলাকার উন্নয়ন, ব্লকের বিভিন্ন বেহাল রাস্তা মেরামত ও রাইপুর গ্রামীণ হাসপাতালের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি সহ মোট পাঁচ দফা দাবিতে রাইপুরের বিডিওকে ডেপুটেশন দেয় ওই সংগঠন।