নানুর: পুজোর আগেই যেন উৎসবের পাহাড় কীর্ণাহার জুড়ে! নিরাপত্তার মধ্য দিয়েই তৃতীয় দিনেও চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান
Nanoor, Birbhum | Sep 19, 2025 বুধবার ছিল বিশ্বকর্মা পুজো আর সেই পুজো কে কেন্দ্র করেই কীর্ণাহার জুড়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিটি পাড়ায় পাড়ায় চলে বিশ্বকর্মা পুজোর অনুষ্ঠান। রাঢ়ের মধ্যে অন্যতম হলো কীর্ণাহারের বিশ্বকর্মা পূজো। সেই মতো শুক্রবার রাত্রি নাগাদ কীর্ণাহার পূর্ব পট্টিতে আয়োজিত বিশ্বকর্মা পুজোর সমাপ্তি ঘোষণা করে শোভাযাত্রা সহ কারে বিশ্বকর্মা কে নিরঞ্জন করা হয়।অন্যদিকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে এদিনই কীর্ণাহার বাসস্ট্যান্ডে তৃতীয় দিনে আয়োজিত হলো সাংস্ক