কৃষ্ণনগর ২: বেলপুকুর গ্রামে ঐতিহাসিক পুজো, তিনশোরও বেশি পারিবারিক কালীপুজো
ধুবুলিয়া থানার অন্তর্গত বেলপুকুর গ্রামে ঐতিহাসিক কালী পুজোর প্রস্তুতি জোর কদমে চলছে। বেলপুকুর গ্রামে আনুমানিক ৩ ০০ বেশি পারিবারিক কালী পুজো করা হচ্ছে।কালীপুজোর জন্য বিখ্যাত ধুবুলিয়া থানার অন্তর্গত বেলপুকুর গ্রামটি।