ঝালদা ১: ঝালদার বিভিন্ন কালীমাতার মন্দির পরিদর্শনে আজসু পার্টির জেলা সম্পাদক
ঝালদার বিভিন্ন কালীমাতার মন্দির পরিদর্শনে আজসু পার্টির জেলা সম্পাদক। আজ কালী পূজার বিশেষ দিন। আনন্দে মেতে উঠেছেন সকলে। বিভিন্ন ধরনের বাজি ফটকা, রংবেরঙের বাতিতে মেতে রয়েছে আট থেকে আসি। সেই আবহে সোমবার রাত্রি আটটা নাগাদ ঝালদার বিভিন্ন কালী মাতার মন্ডপ পরিদর্শন করেন আজসু পার্টির জেলা সম্পাদক ডাঃ চমন খান। সঙ্গে ছিলেন স্থানীয় নেতাকর্মীরা ও পূজা কমিটির সদস্যরা। বিভিন্ন পূজা মন্ডপে তাকে অভিনন্দন জানানো হয়। সাথেই তিনি এলাকাবাসীর মঙ্গল কামনায় মায়ের কাছে প্রার