করিমপুর ২: করিমপুর ২ পঞ্চায়েত সমিতির উদ্যোগে গোয়াস বাজারে স্বাধীনতা সংগ্রামী এবং আদিবাসী নেতা বিরসা মুন্ডার মূর্তি স্থাপন
করিমপুর ২ পঞ্চায়েত সমিতির উদ্যোগে স্বাধীনতা সংগ্রামী এবং আদিবাসী নেতা বিরসা মুন্ডার সার্ধশতবর্ষে ভগবান বিরসা মুন্ডার জন্ম তিথি ও জনজাতীর গর্ব দিবস উপলক্ষে করিমপুর দুই নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত গোয়াস বাজারে ভগবান বিরসা মুন্ডার মূর্তি উন্মোচন করা হলো। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আদিবাসী নৃত্যগোষ্ঠী। শনিবার এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন করিমপুর ২ নম্বর ব্লকের বিডিও সুপ্রতীক মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি ফুলন দেবী হালদার, সহ-সভাপতি সাজেজুল হক।