ব্যারাকপুর ২: আমার পাড়া আমার সমাধান প্রকল্পের মাধ্যমে গারুলিয়ায় তৈরি হতে চলেছে ১৪ টি শিশু উদ্যান জানানো হলো পৌরসভার পক্ষ থেকে
যখন শিশুদের শৈশব বই খাতাতে আবদ্ধ হয়ে পড়েছে সেই সময় রাজ্য সরকারের আমার পারা আমার সমাধান প্রকল্পের মাধ্যমে শিশুদের শৈশব ফিরিয়ে দিতে ১৪ টি নতুন শিশু উদ্যান তৈরি হতে চলেছে গারুলিয়া পৌরসভার ২১ টি ওয়ার্ডের মধ্যে যার কাজ খুব দ্রুতই শুরু হবে জানালেন গারুলিয়া পৌরসভার পৌর পারিষদ সদস্য গৌতম বোস তিনি জানান এক কোটি টাকাও বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে ইতিমধ্যেই যার কাজ দ্রুতই শুরু করা হবে।