হরিপুর ব্লক প্রশাসনের নির্দেশে শুরু হয়েছে প্রত্যেকটি অঞ্চলের মশা বাহিত রোগ প্রতিরোধ সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে পাড়ায় পাড়ায় বৈঠকের পাশাপাশি মশার লাভা দমনের কীটনাশক স্প্রে করা হচ্ছে।শুক্রবার বৈদ্যপুর আইহো অঞ্চলের বিভিন্ন এলাকায় CBDC কর্মীরা পাড়া বৈঠক করেন। এদিন জনসাধারণের মধ্যে সকলকে মশা বাহিত রোগ বিষয়ে সচেতনতা বার্তা দেন এবং মুসা বাহিত রোগ ডেঙ্গু সহ বিভিন্ন বিষয়ে সচেতন করেন এর পাশাপাশি মশার লাভা দমনের কীটনাশক স্প্রে করেন।