সোনামুড়া: স্বর্ণ পাচার কাণ্ডে যুবক খুনের ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সোনামুড়া থানা ঘেরাও
স্বর্ণ পাচারকে কেন্দ্র করে গত ছয় দিন আগে সোনামুড়ার N. c নগর সীমান্তের সোলেমান হোসেন নামের ২২ বছর বয়সী যুবক খুনের ঘটনায় পুলিশ একজন মহিলা অভিযুক্তকে ছাড়া বাকিদের গ্রেপ্তার করতে না পারায় সোমবার সোনামুড়া থানায় এসে ডেপুটেশন দিল এন.সি নগরের গ্রামবাসীরা। এ বিষয়ে থানার ওসি তাপস দাসের সঙ্গে দেখা করেন তারা।