স্ত্রীর চিকিৎসার খরচ চালাতে ভিন জেলায় কাজে পাড়ি দিয়েছিলেন দরিদ্র পরিবারের রোজগেরে ছেলে শ্রীকান্ত বেসরা,কিন্তু দুর্ঘটনা কেড়ে নিল সমস্ত কিছু,এক মহুর্তে শেষ সবকিছু।শুক্রবার বিকেল নাগাদ কলকাতার ডায়মন্ডহারবারের জোকা এলাকায় বাড়ির নির্মাণ এর কাজ করার সময় উঁচু জায়গা পরে গুরুতর আহত হয় মানবাজার থানার দোলদেড়িয়া গ্রামের বাসিন্দা শ্রীকান্ত বেসরা।পরে পিজি হাসপাতালে চিকিৎসা চলাকালীন ঐ দিনেই রাত্রি নাগাদ মৃত্যু হয় শ্রীকান্তর।