খোয়াই: বিজেপি দূর্গাপুর কমিউনিটি হলে আয়োজিত হয় সাংগঠনিক কনভেনশন
Khowai, Khowai | Nov 2, 2025 ২৭ কল্যাণপুর প্রমোদনগর মন্ডলের অন্তর্গত রতিয়া শক্তি কেন্দ্র এলাকার সকল স্তরের কার্য্যকর্তাদের নিয়ে দূর্গাপুর কমিউনিটি হলে অনুষ্ঠিত এক সাংগঠনিক কনভেনশনে অংশগ্রহণ করেন মানণীয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী মহাশয়। দলীয় সংগঠনকে আরও সুসংহত ও শক্তিশালী করার লক্ষ্যে উপস্থিত সকল কর্মীদের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় ।।