নলহাটি ১: বাংলা গানের শুটিং দেখতে ভবানন্দপুর গ্রামের চন্দ্রময়ী পাহাড়ে ভিড় স্থানীয় জনগণের, অভিনয় করছেন অভিনেত্রী পাখি বিশ্বাস
বাংলা গানের শুটিং দেখতে ভবানন্দপুর গ্রামের চন্দ্রময়ী পাহাড়ে ভিড় স্থানীয় জনগণের। আজ বুধবার দুপুর দুটো নাগাদ নলহাটি থানার অন্তর্গত ভবানন্দপুর গ্রামের চন্দ্রময়ী পাহাড়ে শুরু হয়েছে শিবম ফিল্ম প্রোডাকশনের কালীপুজো উপলক্ষে নতুন ১টি বাংলা গানের শুটিং। এই শুটিং দেখতে ভিড় করেছেন শতাধিক স্থানীয় জনগণ। কালীপুজো উপলক্ষে শিবম ফিল্ম প্রোডাকশনের কর্ণধার প্রযোজক তথা অভিনেতা বাজন যাদব নলহাটি এলাকার স্থানীয় শিল্পীদের নিয়ে শুরু করেছেন নতুন ১টি বাংলা গানের শুটিং।