কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত লালজুরি ব্লকে আজ টিআরএলএম (TRLM)-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো তামাকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সচেতনতা সভা। মুখ্যমন্ত্রীর ‘নেশামুক্ত ত্রিপুরা’ গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে লালজুরি ব্লক প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।সচেতনতা শিবিরে TRLM-এর সদস্যদের পাশাপাশি লালজুরি দ্বাদশমান বিদ্যালয়ের বহু ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।