ধৃত প্রৌঢ়ার নাম বকুল চক্রবর্তী। কাটোয়া থানার বরমপুরে তার আদিবাড়ি। বর্তমানে সে বর্ধমান শহরের কোটালহাট ওলাইচণ্ডীতলায় থাকে। সোমবার বিকেলে বর্ধমান স্টেশনের টিকিট কাউন্টারের কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়। চুরিতে জড়িত থাকার কথা ধৃত কবুল করেছে বলে পুলিশের দাবি। ধৃতের কাছ থেকে চুরি হওয়া প্রায় ৫২ গ্রাম সোনা উদ্ধার হয়েছে। ধৃতকে মঙ্গলবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বাকি সোনা এবং রুপোর গয়না উদ্ধার করতে ধৃতকে নিজেদের হেপাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায়।