বালুরঘাট: জালালপুরে ঘুমের মধ্যে সাপের কামড়ে মৃত্যু হল গৃহবধূর, শোকের ছায়া এলাকায়
সাপের কামড়ে মৃত্যু হল এক মহিলা। মৃতের নাম সাবিত্রী কিস্কু(২৮)। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার জালালপুর এলাকায়৷ গতকাল ঘুমের মধ্যেই ওই মহিলাকে সাপে কামড় দেয়। বিষয়টি নজরে আসতেই সঙ্গে সঙ্গে তাকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। শনিবার গঙ্গারামপুর থানার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়৷ এদিকে বিষয়টি জানাজানি হতেই শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।