বিদ্যালয়ে নিয়মিত আসেন না প্রধান শিক্ষক। বেশিরভাগ দিনেই আসেন দেরি করে। ছাত্র-ছাত্রীদের সঙ্গে প্রায় সময়ই করেন দুর্ব্যবহার। পাশাপাশি মিড-ডে-মিলেও আর্থিক ভাবে দুর্নীতিতে জড়িয়ে রয়েছে প্রধান শিক্ষক। এবার এমনই একাধিক অভিযোগ তুলে পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকের সোনাথলী অঞ্চলের ধুমডি প্রাথমিক বিদ্যালয়ের মুল গেটে পোস্টার সাঁটিয়ে তালা ঝুলালো গ্রামবাসী ও অভিভাবকরা।