হাইলাকান্দি: সমাগত বিশ্বকর্মা পূজা উপলক্ষে শান্তি সম্প্রীতির বার্তা দেনZP-র চেয়ারম্যান প্রতিনিধি মান্না খান
সমাগত বিশ্বকর্মা পূজা উপলক্ষে জেলাজুড়ে প্রস্তুতি জোরদার হয়ে উঠেছে। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, কর্মশালা ও ব্যবসায়িক প্রতিষ্টানগুলিতে রঙ-বেরঙের আলো সজ্জা, পূজা মণ্ডপ নির্মাণ ও প্রতিমা স্থাপনের কাজ শেষ পর্যায়ে। ভক্তদের মধ্যে উৎসবের আমেজ ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে আজ মঙ্গলবার।এদিকে, পূজাকে কেন্দ্র করে হাইলাকান্দি শহর সহ প্রত্যন্ত এলাকায় ভক্তবৃন্দ নানা প্রস্তুতিমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বিকেল সাড়ে ছয়টা নাগাদ।